মহিলাকে ৪১ লক্ষ টাকা পাইয়ে দিল জোড়া বজ্রপাত
ঝড়বৃষ্টির সময় বজ্রপাত বা বাজ পড়ার সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু আকাশ থেকে নেমে আসা বাজ কি অর্থ পাইয়ে দিতে পারে? সেটাই কিন্তু হল।
স্বামীর সঙ্গে নিজেদের গাড়িতেই এক মহিলা বেরিয়েছিলেন। ভালই চলছিল সবকিছু। কিন্তু মাঝে আকাশ কালো করে এল। নামল প্রবল বৃষ্টি। সঙ্গে ঝড়। পরিবেশ বদলে যাওয়ায় গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল। তবু তার মধ্যেই এগোচ্ছিলেন তাঁরা।
আর ঠিক সেই সময় তাঁদের গাড়ির কাছেই পরপর ২টি বজ্রপাত হয়। বাজ পড়ার সেই তীব্র কর্কশ শব্দে কার্যতই ভয় পেয়ে যান ওই মহিলা। তিনি স্বামীকে বলেন, এভাবে আর এগোনো ঠিক হবেনা। যা দুর্যোগ শুরু হয়েছে তাতে বিপদ হতে পারে। এই অবস্থায় গাড়ি চালানো নিরাপদ নয়।
স্বামী ভদ্রলোক না করেননি। হয়তো তাঁরও মনে হয় স্ত্রী যা বলছেন তা সঠিক। তাঁরা আর না এগিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েন।
কিন্তু ওই তুমুল ঝড়বৃষ্টির মধ্যে মাথা গোঁজার স্থান তো দরকার। কাছেই একটি দোকান দেখতে পান তাঁরা। ছুটে গিয়ে সেই দোকানেই ঢুকে পড়েন দম্পতি।
ওই দোকানে বিক্রি হচ্ছিল লটারির টিকিট। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির বাসিন্দা ওই মহিলা ওই বৃষ্টির মধ্যে অপেক্ষারত অবস্থায় দোকানে একটি লটারির টিকিট কিনে ফেলেন। হয়তো তাঁর মনে হয়েছিল বৃষ্টির মধ্যে তাঁদের দোকানে আশ্রয় দিলেন দোকানদার, তাঁদের অন্তত কিছু কেনা উচিত।
ঝড়বৃষ্টি থামলে তাঁরা ফের গন্তব্যের দিকে রওনা হন। চমকটা লাগে পরদিন সকালে। যখন ওই মহিলা জানতে পারেন যে তিনি যে লটারির টিকিটটি আগের দিন কেটেছিলেন সেটাই প্রথম পুরস্কার জিতে নিয়েছে। ৫০ হাজার ডলার পুরস্কার জেতেন তিনি। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪১ লক্ষ টাকার মত।