World

মাটির তলা থেকে বেরিয়ে এল ১০০ বছর পুরনো সময়

এ এক অনন্য প্রাপ্তি। একটি ১০০ বছর পুরনো টাইম ক্যাপসুল। যা থেকে বেরিয়ে এল ১৫টি এমন জিনিস যা অবাক করেছে সকলকে।

প্রথম বিশ্বযুদ্ধের শেষে একটি অনন্য স্মারকস্তম্ভ প্রস্তুত করা হয়েছিল এখানে। যা ছিল দর্শনীয়। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি মিউজিয়ামও তৈরি করা হয় এই স্মারকস্তম্ভের পাশাপাশি।

এই স্মারকস্তম্ভের তলায় পোঁতা হয়েছিল একটি টাইম ক্যাপসুল। একটি তামার তৈরি বাক্সে এই টাইম ক্যাপসুলটি সিল করে মাটির তলায় একটি ধাতব চ্যানেল তৈরি করে তার মধ্যে রাখা হয়েছিল।


সবচেয়ে বড় বিষয় হয় এটি যে আছে তা সকলের জানা ছিল। কিন্তু ওই টাইম ক্যাপসুলে ১০০ বছর না পার হলে হাত দিতে নিষেধ করে বার্তা দেওয়া ছিল। তাই তা মেনে এতদিন কেউ হাত দেননি। কৌতূহল চেপেই দিন কাটাতে হয়েছে তাঁদের।

১৯২৪ সালে মাটিতে পুঁতে দেওয়া সেই টাইম ক্যাপসুল ২০২৪ সালে ১০০ বছর পার করেছে। তাই এবার তা খোলা যেতেই পারে। আর সেকথা মাথায় রেখেই সেটিকে বার করে আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ওই স্মারকস্তম্ভের তলা থেকে।


বাক্সটি খোলার সময় অবশ্য কেউ ধারেকাছে ছিলেননা। বরং বিস্ফোরণ জাতীয় সম্ভাবনার কথা মাথায় রেখে অত্যন্ত সাবধানতার সঙ্গে ঢাকনাটি একটি তারের সাহায্যে অনেক দূর থেকে খুলে ফেলা হয়।

সেই টাইম ক্যাপসুলের ভিতর থেকে পাওয়া যায় ১৫টি জিনিস। যার মধ্যে ছিল একটি ফিল্ম, একটি বাইবেল, একটি মার্কিন সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির চিঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণাপত্র, বেশ কয়েকটি সংবাদপত্র, অনেক চিঠি সহ কয়েকটি জিনিস। যা কার্যত মুগ্ধ করেছে সকলকে। এগুলি প্রদর্শিতও হচ্ছে কানসাস সিটির প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্ত মিউজিয়ামে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button