দুপুরের খাবার ভুলে যাওয়ায় ২৫ কোটি টাকার মালিক হলেন এক ব্যক্তি
একটা ভুল যে এভাবে জীবন বদলে দিতে পারে তা ভাবনার অতীত। সেই দুপুরের খাবার ভুলে যাওয়াটা তাই কোনও দিন ভুলতে পারবেননা ওই ব্যক্তি।
প্রতিদিন অফিস যাওয়ার সময় দুপুরের খাবারটা সঙ্গে করেই নিয়ে যান তিনি। স্ত্রী সেই খাবার তাঁর বাড়ি থেকে বার হওয়ার আগেই তৈরি করে দেন। অফিস বের হওয়ার সময় তিনি খাবারের সেই লাঞ্চ বক্স সঙ্গে নিয়ে নেন।
সেদিন তাড়াহুড়োয় সেই লাঞ্চ বক্সটাই নিতে ভুলে গিয়েছিলেন তিনি। এদিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি যে লাঞ্চ বক্সটা ফেলে গেছেন তা নজরে আসে তাঁর স্ত্রীর। তিনি ফোন করেন স্বামীকে।
বাড়ি থেকে খাবার আনতে ভুলে গেছেন। কিন্তু খেতে তো হবে। তাই একটি দোকানে ঢোকেন ওই ব্যক্তি। সেখানেই কিছু খেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। খাবার কেনার সময় সেই দোকানেই একটি লটারি টিকিটের কাউন্টারের দিকে নজর যায় তাঁর।
ওই ব্যক্তি কিছুদিন আগেই একটি ৬০ ডলার লটারি জিতেছিলেন। তা থেকেই তিনি ৩০ ডলার খরচ করে খাবার দোকানেই লটারির টিকিটটা কিনে ফেলেন। তারপর সেখানেই সেটি স্ক্র্যাচ করে দেখেন তাঁর কপাল কি বলছে।
আর যা দেখেন তা দেখে তাঁর চোখ কপালে উঠে যায়। কার্যত বিশ্বাসই হচ্ছিল না যে তিনি ৩ মিলিয়ন ডলার পুরস্কার জিতে গেছেন। ভারতীয় মুদ্রায় ২৫ কোটি ২৪ লক্ষ টাকার কিছু বেশি।
তিনি খবরটা ফোনেই স্ত্রীকে জানান। শোনার পর তাঁর স্ত্রীও তাঁর কথা বিশ্বাস করতে চাননি। লাঞ্চ বক্সটা সেদিন বাড়িতে ফেলে না এলে এসব কিছুই হতনা। একথা ভেবে এখনও চমকে উঠছেন ওই কোটিপতি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আমেরিকার মিসৌরিতে।