পেট্রলপাম্পের কর্মচারির হাতের যাদু, নিমেষে ১৭ কোটির মালিক এক ব্যক্তি
কিছুক্ষণ আগেও তিনি জানতেন না তিনি ১৭ কোটি টাকার মালিক হতে চলেছেন। কিন্তু কয়েক মুহুর্তের মধ্যে বদলে গেল সবকিছু। তিনি হয়ে গেলেন কোটিপতি।
গাড়িতে গ্যাস ভরার দরকার পড়েছিল। তাই একটি গ্যাস স্টেশনে গিয়েছিলেন গাড়িতে গ্যাস ভরতে। সেখানে তিনি গ্যাস ভরেন। দেখেন একটা লটারির টিকিট কেনার স্টল রয়েছে। তিনি একটি টিকিট কেনার সিদ্ধান্ত নেন।
তবে সে টিকিটের দাম তিনি দিলেও নিজে টিকিট বাছেননি। বেছে দিতে বলেন ওই গ্যাস স্টেশনেই কর্মরত এক কর্মচারিকে। ওই ব্যক্তির অনুরোধে সেই কর্মচারি একটি টিকিট তুলে তাঁর হাতে দেন।
ওই ব্যক্তি আর অপেক্ষা করেননি। তিনি সেই টিকিটটি স্ক্র্যাচ করেন। দেখতে চান তাঁর পুরো টাকাটাই জলে গেল, নাকি কোনও অর্থপ্রাপ্তি ঘটল।
ঘটনাটি আমেরিকার মিসৌরির। সেখানেই একটি গ্যাস স্টেশনে স্থানীয় ওই ব্যক্তি গাড়িতে গ্যাস ভরতে গিয়ে লটারির ওই টিকিট স্ক্র্যাচ করে যা দেখেন তা তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারেননি। দেখেন তিনি ২ মিলিয়ন ডলার জিতেছেন।
ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৭ কোটি ১৫ লক্ষ টাকার কিছু বেশি। এটা দেখার পরও তিনি বিশ্বাস করতে পারেননি। বার বার করে দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করেন তিনি। বোঝার চেষ্টা করেন যা দেখছেন তাতে কোনও ভুল থেকে যাচ্ছেনা তো!
প্রায় বার তিরিশেক ওই টিকিট তিনি খতিয়ে দেখে পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে গ্যাস স্টেশনের কর্মচারির হাতের গুণে তিনি কয়েক মুহুর্তের ব্যবধানে ২ মিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন। ঘটনাটি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সহ বিশ্বের নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।