শরীরটা বড় একটা ভাল যাচ্ছে না ‘ডিস্কো ড্যান্সার’-এর। পিঠের যন্ত্রণা একেবারে কাবু করে ফেলেছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ৮০-র দশকে ঝড় তোলা এই অভিনেতার বর্তমানে চিকিৎসা চলছে দিল্লির একটি হাসপাতালে। এর আগেও মারাত্মক পিঠের যন্ত্রণা নির্মূল করতে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু লাভের লাভ কিছুই সেভাবে হয়নি। শত চিকিৎসার পরেও মাঝেমাঝেই পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠত। সেই ব্যথার জন্যই বড়পর্দা থেকে একপ্রকার অবসর নিতে বাধ্য হতে হয় দেশবাসীর ‘মিঠুনদা’-কে।
ছোটপর্দার শোগুলোতেও সেভাবে দেখা যাচ্ছিল না তাঁকে। এরমধ্যে আবার পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় চিন্তায় পড়েছেন এক সময়ে শরীরী বিভঙ্গে মাত করে দেওয়া ডিস্কো ড্যান্সারের পরিবারের সদস্যরা। ২০০৯ সালে একটি সিনেমায় নিজেই নিজের স্টান্ট দিতে গিয়ে পিঠে চোট পান মিঠুন, তারপর থেকেই এই পিঠের ব্যথা অনুভব করতে শুরু করেন। ৩ বারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন মিঠুনের অনুরাগীরা। তবে মিঠুন চক্রবর্তী চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। ফলে খুব শিগগিরই হয়তো সুস্থ হয়ে বড় পর্দায় ফিরে আসতে দেখা যাবে তাঁকে। এমন আশার কথাই শুনিয়েছেন মিঠুন চক্রবর্তীর চিকিৎসকেরা।