কি হয়েছিল মিঠুন চক্রবর্তীর, কেমন আছেন তিনি, সব জানালেন তাঁর বড় ছেলে
মিঠুন চক্রবর্তী এখন কেমন আছেন? এ প্রশ্ন শুধু বাংলার ছিলনা, সারা ভারতের ছিল। যার উত্তর মিলল তাঁর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী বা মিমো চক্রবর্তীর কথায়।
ভারতীয় সিনেমার এক অন্যতম কিংবদন্তী তারকা মিঠুন চক্রবর্তীর অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। ছবিতে কার্যতই তাঁকে ভীষণ অসুস্থ লাগছিল। স্বভাবতই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ।
কি হয়েছে মিঠুন চক্রবর্তীর? কেমন আছেন তিনি? এই প্রশ্নগুলো সামনে আসে। অবশেষে তার উত্তর মিলল। প্রবল পেটের যন্ত্রণা ও জ্বর নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তাঁর চিকিৎসা শুরু হয়।
পরে তাঁর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী, যিনি মিমো চক্রবর্তী নামেই বেশি পরিচিত, তিনি জানান তাঁরা বাবার কিডনিতে পাথর পাওয়া গিয়েছে। কিডনি স্টোনের থেকেই তাঁর যাবতীয় শারীরিক সমস্যার শুরু। তার থেকেই পেটের যন্ত্রণা, জ্বর।
মিমো আরও জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। ভাল আছেন। এই খবর পাওয়ার পর তাঁর অনুরাগীরা অনেকটা আশ্বস্ত হয়েছেন।
‘মৃগয়া’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী। সেই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। হালফিল ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাতেও তাঁর অভিনয় নজর কেড়েছে।
৮০-র দশকে তিনি সুপারস্টার হয়ে ওঠেন। বাংলায় মিঠুন চক্রবর্তী সব বয়সের কাছেই মিঠুনদা। বাংলা সিনেমাতেও তিনি তাঁর নিজস্ব অভিনয় ও বাচন ভঙ্গির জন্য সকলের থেকে আলাদা একটা জায়গা তৈরি করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা