SciTech

৪ ধামে পৌঁছল ৫জি, কেদারনাথে পেটিএম

পাহাড়ের ওপর ৪ ধামে এবার প্রযুক্তি ও যোগাযোগ আরও শক্তিশালী এক পদক্ষেপ নিল। সেই প্রযুক্তিই আবার পৌঁছে গেল কেদারনাথেও। ভক্তদের দিল নতুন সুবিধা।

ভারতে বছরের প্রায় ৬ মাস ৪ ধাম যাত্রা হয়। যে সময়ে বহু পুণ্যার্থী হিমালয়ের পাহাড়ের ওপর বরফের স্পর্শে থাকা ৪ ধামে হাজির হন। ৪ ধামে পৌঁছনোও সহজ নয়। সহজ নয় সেখান থেকে বাকি দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখা।

ফোন হোক বা ইন্টারনেট, তা সবসময় যে পাওয়া মুশকিল হয় তা এতদিন যাঁরা গেছেন তাঁদের অনেকের জানা। তবে আগামী দিনে সেই সমস্যা হয়তো অনেকটাই মুছে যেতে চলেছে।


কারণ ৪ ধামে এবার পৌঁছে গেল ৫জি পরিষেবা। আর গতির দুনিয়ায় যোগাযোগকে আরও গতিশীল করতে ৫জি পরিষেবা যে কার্যকরি তা নিয়ে প্রশ্ন থাকতে পারেনা।

৪ ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই ৪ দেবস্থানেই এবার ভক্তরা উপস্থিত হলে সেখানে ৫জি পরিষেবা পাবেন জিও-র তরফ থেকে। জিও ট্রু ৫জি এখানে চালু হল।


যার উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ফলে এবার যে ৪ ধাম যাত্রা হতে চলেছে, তাতে ভক্তদের ৫জি গতিতে যোগাযোগ পরিষেবা পেতে সুবিধা হবে।

৪ ধামের অন্যতম ধাম কেদারনাথে আবার পৌঁছে গেল পেটিএম। সেখানে ভক্তরা চাইলে এখন পেটিএম ইউপিআই বা ওয়ালেট মারফত দান প্রদান করতে পারেন। পেটিএম কিউআর কোড মন্দিরের সামনেই থাকছে।

সেই কিউআর কোড স্ক্যান করে যে কোনও ভক্ত চাইলে তাঁর ইচ্ছামত দান করতে পারেন। এবার রুদ্রপ্রয়াগ জেলার পাহাড়ের ওপরও ভক্তরা এই সুবিধা পেয়ে গেলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button