
সব জল্পনার অবসান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণসভায় ‘জিও’-র আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করে দিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। সেই সঙ্গে জিও-র খরচখরচা ও সুযোগসুবিধার কথাও বিস্তারিতভাবে জানিয়েছেন ৫৯ বছর বয়স্ক দেশের এই অন্যতম সেরা শিল্পপতি। যে ভয়ে ভারতের অন্যান্য মোবাইল সংস্থাগুলি তাদের ডাটা খরচ আগেভাগেই কমিয়েছিল, এদিন সেই আশঙ্কাই সত্যি হল। বাজার খেয়ে নেওয়ার মত সস্তায় ডাটা দেওয়ার কথা বলে বৃহস্পতিবার আত্মপ্রকাশেই চমকে দিয়েছে জিও। মুকেশ জানান, জিও নিলে গ্রাহকদের এবার থেকে ভারতের যে কোনও প্রান্তে ভয়েস কলের ক্ষেত্রে জিও থেকে জিওতে কোনও পয়সা দিতে হবে না। মোবাইলে ব্ল্যাক ডে, অর্থাৎ হোলি, দিওয়ালি সহ অন্যান্য পরবের দিনে এসএমএস-এ যে ছাড় অন্যান্য মোবাইল সংস্থা দেয়না, তাও দেবে জিও। অর্থাৎ বছরের সব দিনেই এক খরচে এসএমএস করতে পারবেন গ্রাহকরা। জিও-র ক্ষেত্রে ভারতজুড়ে রোমিং চার্জ বলেও কিছু থাকবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইন্টারনেট ডাটা প্যাক যে দামে জিও দিতে চলেছে তাতে দাম কমিয়েও অন্যান্য সংস্থা আদৌ রিলায়েন্সের সঙ্গে এঁটে উঠতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মুকেশ এদিন জানান, মাত্র ৫০ টাকায় ১ জিবি ডাটা দিতে চলেছে জিও। অর্থাৎ ১ এমবি-র খরচ পরছে মাত্র ৫ পয়সা। আগামী সোমবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন দেশ জুড়ে আত্মপ্রকাশ করতে চলেছে জিও। মুকেশ এদিন জানিয়ে দিয়েছেন, ওয়েলকাম অফার হিসাবে ৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা জিও-র গ্রাহক হবেন তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত ভয়েস, অ্যাপ, ৪ জি সহ জিও-র সব পরিষেবা বিনামূল্যে ভোগ করতে পারবেন। রিলায়েন্স কর্তা সাফ জানিয়েছেন, গ্রাহকরা যত বেশি ডাটা ব্যবহার করবেন ততই কমবে খরচ। যা ২৫ টাকায় ১ জিবিতেও নেমে যেতে পারে। ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ডাটা বিনামূল্যে দেওয়ার কথাও এদিন ঘোষণা করেছেন তিনি। তবে তার জন্য ছাত্রছাত্রীদের বৈধ পরিচয়পত্র পেশ করতে হবে। রিলায়েন্সের এলওয়াইএফ ব্র্যান্ডের ৪ জি মোবাইল সেটও গ্রাহকদের ২ হাজার ৯৯৯ টাকা থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুকেশ। এদিন জিও-র যাবতীয় খুঁটিনাটি ঘোষণার পর মুকেশ আম্বানি জানান, তাঁর সংস্থা এখনও পর্যন্ত যা যা প্রকল্প করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে জিওতে। প্রায় দেড় লক্ষ কোটি টাকা ব্যয়ে তৈরি জিও পরিষেবাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার নামে উৎসর্গ করেন রিলায়েন্স কর্ণধার।