ভারতে ইন্টারনেট ব্যবহার করেন কতজন, ইতিহাস গড়ল সংখ্যাটা
ভারতে কতজন ইন্টারনেট ব্যবহার করেন। সংখ্যাটা রীতিমত চমকে দিতে পারে যে কাউকে। তার যুক্ত এবং তার বিহীন ইন্টারনেট ব্যবহারকারীর ফারাকও চোখে পড়ার মতন।
ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের হিসাব বলছে বৃদ্ধি উল্লেখযোগ্য। ১.৫৯ শতাংশ হল বৃদ্ধির হার। সরকারি হিসাব বলছে ৯৫৪.৪০ মিলিয়ন ছিল ইন্টারনেট ব্যবহারকারী। যা বেড়ে এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে হয়েছে ৯৬৯.৬০ মিলিয়ন।
যার মানে ভারতের ৯৬ কোটি ৯০ লক্ষের ওপর মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তার মানে ভারত সেই দেশ হতে চলেছে যেখানে ১০০ কোটির ওপর মানুষ ইন্টারনেট ব্যবহার করতে চলেছেন। আর যা বৃদ্ধির হার তাতে তা হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র।
এপ্রিল থেকে জুন মাসের ত্রৈমাসিকে যে রিপোর্ট সামনে এসেছে তা ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার নিরিখে সর্বোচ্চে। যা একটা নতুন ইতিহাস রচনা করেছে। তবে তা ভেঙেও যাবে দ্রুত বলেই নিশ্চিত বিশেষজ্ঞেরা।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জানাচ্ছে, যে ৯৬৯ মিলিয়ন ইন্টারনেট গ্রাহক রয়েছেন ভারতে তার মধ্যে ৪২.৪০ মিলিয়ন বা ৪ কোটি ২০ লক্ষ মানুষ তার যুক্ত ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেন। ৯২৭.৫৬ মিলিয়ন মানুষ তার বিহীন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকেন।
অন্যদিকে ন্যারো ব্যান্ড ইন্টারনেট পরিষেবা কিন্তু তুলনায় কিছুটা কমেছে। ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির ফলে মাথা পিছু রাজস্বও বৃদ্ধি পেয়েছে।
যা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য অবশ্যই ভাল খবর। প্রিপেড এবং পোস্টপেড, ২ ক্ষেত্রেই ব্যবহারকারী পিছু গড় রাজস্ব বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা