SciTech

আসছে ‘হর হর মহাদেব’, নীল ছবি দেখতে গেলেই বাজবে ভক্তিগীতি

‘হর হর মহাদেব’ নামে একটি অ্যাপ যে কারও পর্ন দেখার শখ বানচাল করে দিতে পারে। পর্নোগ্রাফির প্রতি আসক্তি আটকাতেই বাজারে আসতে চলেছে এই নতুন মোবাইল অ্যাপ। শুধুমাত্র ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করে রাখতে হবে ফোনে। ব্যস যা করার করা হয়ে গেল। এবার ওই ফোনে পর্ন সাইট খুলতে গেলেই বেজে উঠবে ভক্তিমূলক গান বা ভজন। প্রায় ৩৮০০টি অ্যাডাল্ট সাইট ব্লক করতে সক্ষম এই হর হর মহাদেব অ্যাপটি। অন্তত এমনই দাবি করছেন এই অ্যাপের জন্মদাতারা।

পর্ন সাইট ব্লক করার একটা প্রয়াস নিয়েছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় নাথ মিশ্র। গত ৬ মাস এই নিয়ে প্রচুর গবেষণা করেছেন তিনি। তাঁর এই উদ্যোগে সামিল ছিলেন বিএইচইউ-এর মেডিক্যাল সায়েন্সের বেশ কয়েকজন অধ্যাপকও। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা রূপ পেতে চলেছে খুব শীঘ্রই।


নীল ছবি দেখার ফলে ছাত্র সমাজের মধ্যে এর কু-প্রভাব পড়ছে। মনঃসংযোগেরও অভাব দেখা দিচ্ছে বলে মনে করেন অধ্যাপক মিশ্র। তাই সমাজকে নীল ছবির আগ্রাসন থেকে মুক্ত করতেই এই অ্যাপ আনতে চলেছেন তাঁরা।

সবকিছু ঠিকঠাক চললে এই অ্যাপ কিন্তু অভিভাবকদের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। সন্তানের ফোনে এই অ্যাপ ডাউনলোড করে নিশ্চিন্তে থাকতে পারবেন তাঁরা। তবে নজর রাখতে হবে অ্যাপটি আনইন্সটল না হয়ে যায়!


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button