২০২৩ সালে অবাক করবে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে। দেশজুড়ে ডিজিটাল লিটারেসি বৃদ্ধির বড় ইঙ্গিত এটা। প্রতি ২০টি সংযোগে ১টি ৫জি হবে।
বেশি দিন নয়। ২০২৩ সাল। আর ২০২৩ সালের মধ্যেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা শুনলে যে কোনও মানুষের চোখ কপালে উঠতে বাধ্য।
সিসকো অ্যানুয়াল ইন্টারনেট রিপোর্ট সেই চমকে দেওয়া সম্ভাবনা সামনে এনেছে। ২০১৮ সালের হিসাব অনুযায়ী ভারতের ৫৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তারমানে ৭৬ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
২০২৩ সালে সেই সংখ্যাটা পার করবে ৯০ কোটি! ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় শতকোটির কাছাকাছি পৌঁছনো কিন্তু যথেষ্ট তাৎপর্যের দাবি রাখে।
দেশের ৬৪ শতাংশ মানুষ ২০২৩ সালের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করতে চলেছেন। এটা দেশজুড়ে ডিজিটাল লিটারেসি বৃদ্ধির একটা বড় ইঙ্গিত বলেই মনে করছে সিসকো।
২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় সাড়ে ৬ কোটির ওপর মানুষ ৫জি পরিষেবা ব্যবহার করবেন বলেও পূর্বাভাস দিয়েছে সিসকো। তার মানে দাঁড়ায় প্রতি ২০টি ইন্টারনেট সংযোগে ১টি ৫জি কানেকশন থাকবে।
২০২৩ সালের মধ্যে মেশিন টু মেশিন কানেকশনও অনেকটাই বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছে তারা। তাদের দাবি ভারতে এখন খুব দ্রুত হারে বাড়ছে এমটুএম কানেকশন। যা ২০২৩ সালের মধ্যে পুরো সংযোগের ২৫ শতাংশ দখল করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা