
ব্যাঙ্ক হোক বা শপিং মল, দোকান হোক বা রেস্তোরাঁ। এখন থেকে এগুলি গ্রাহকদের জন্য ৩৬৫ দিন ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। মডেল শপস এন্ড এস্টাবলিসমেন্ট অ্যাক্ট ২০১৬-র আওতায় এই ছাড়পত্রে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কর্মসংস্থানের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এগুলি যত বেশিক্ষণ খোলা থাকবে ততই এখানে লোকজন আসবেন। খরচা করবেন। তাতে মালিকদের আয় বাড়বে। আর বেশিক্ষণ খোলা রাখলে সেখানে বেশি কর্মচারিরও প্রয়োজন। আয় বাড়লে কর্মচারির পিছনে খরচও করতে অসুবিধা হবে না মালিকদের। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারগুলির কাছে পাঠাচ্ছে কেন্দ্র।