Entertainment

ফের লাইভ হল প্রধানমন্ত্রীকে নিয়ে ওয়েব সিরিজ

নির্বাচন চলাকালীন এই ওয়েব সিরিজের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ফলে গত ১ মাস এই ওয়েব সিরিজের প্রদর্শন বন্ধ হয়ে যায়। অবশেষে ভোটগ্রহণ পর্ব মিটতে তা ফের চালু হল। ‘মোদী: জার্নি অফ আ কমন ম্যান’ নামে ওয়েব সিরিজটি ফের ফিরল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সিনেমা রিলিজ হওয়ার আগেই তা নির্বাচন কমিশনে ধাক্কা খায়। কমিশন ওই সিনেমাটি রিলিজ হতে দেয়নি। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ওই সিনেমা রিলিজের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু তখনও এই ওয়েব সিরিজটি চলছিল। পরে এটির প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়।

ওয়েব সিরিজটি তৈরি করেছেন ‘ওএমজি-ওহ মাই গড’ সিনেমার পরিচালক উমেশ শুক্লা। যে ৫টি এপিসোড দেখানো হয়ে গিয়েছিল সেগুলি ফের দেখতে পারবেন দর্শকেরা। গত মঙ্গলবার থেকেই এই প্রদর্শন ফিরে এসেছে। এছাড়া আরও ৫টি এপিসোড নতুন দেখতে পাবেন তাঁরা।


গত ২৩ এপ্রিল ৬ ও ৭ নম্বর এপিসোড চালাতে চেয়েছিল নির্মাতা সংস্থা ইরোস। কিন্তু তখনই নির্বাচনের কারণে এই ওয়েব সিরিজে নিষেধাজ্ঞা জারি হয়। ৫টি ভাষায় এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও গুজরাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button