ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন-এর বিরুদ্ধে গত বুধবার এফআইআর দায়ের করেন একটি ট্রাভেল এজেন্সির মালিক। মহারাষ্ট্রের ওই ট্রাভেল এজেন্সির দাবি, গত বছরের ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে সুদেশ অভিকল নামে এক ব্যক্তি তাদের ট্রাভেল এজেন্সি মারফত ২১ লক্ষ টাকার বিমানের টিকিট কাটেন। আন্তর্জাতিক উড়ানের অনেকগুলি টিকিট কাটা হয়। যে টাকা প্রদান করার কথা নিশ্চিত করেন বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহম্মদ আজহারউদ্দিনের ব্যক্তিগত সচিব মুজিব খান। কিন্তু পড়ে সেই টাকা তিনি ট্রাভেল এজেন্সিকে দেননি। তাই মহম্মদ আজহারউদ্দিন, মুজিব খান ও সুদেশ অভিকলের বিরুদ্ধে হায়দরাবাদের সিটি চক পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন ট্রাভেল এজেন্সির মালিক সাহাব মহম্মদ।
গত বুধবার এই এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ তদন্তে নামে। এদিকে ঘটনা জানার পর আজহারউদ্দিন পাল্টা ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, যারা এই এফআইআর করেছে তারা খবরে আসতে এই কাজ করেছে। তাদের দাবির সঙ্গে সত্যের কোনও সম্পর্ক নেই। সব অভিযোগ ভিত্তিহীন। আজহার আরও জানান, তিনি এ বিষয়ে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলবেন।
আজহার কার্যত পাল্টা হুমকির সুরেই জানিয়েছেন, যারা এফআইআর দায়ের করেছেন তাঁদের বিরুদ্ধে তিনি ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন। পুলিশ অবশ্য পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে। এখনও কোনও গ্রেফতার হয়নি। তবে আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে আজহারউদ্দিনের নাম জড়িয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা