
চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র মহম্মদ আজিজ। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল তাঁর। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু খবরে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। জন্ম থেকে শুরু করে সঙ্গীতে জীবন শুরু। সিনেমায় গান গাওয়া। সবই তাঁর কলকাতায়। অশোকনগরের ছেলে মহম্মদ আজিজ ছোট থেকেই ছিলেন মহম্মদ রফির অন্ধ ভক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত মহম্মদ রফির প্রতি তাঁর শ্রদ্ধা এতটুকু কমেনি। তাঁর গাওয়া গানেও মহম্মদ রফির ছায়া বারবার খুঁজে পাওয়া যায়।
তাঁকে বলিউড চিনল অমিতাভ বচ্চনের মুখে বিখ্যাত গান মর্দ এ টাঙ্গেওয়ালা-র সুরে। মর্দ সিনেমার সেই বিখ্যাত গানের হাত ধরে বলিউডে রাতারাতি খ্যাতি পান মহম্মদ আজিজ। কলকাতা থেকে মুম্বইতে পাকাপাকিভাবে থাকা শুরু করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আশির দশকে দাপটের সঙ্গে বলিউডে গান গেয়ে গেছেন তিনি। নব্বইয়ের দশকেও তাঁর গলায় একের পর এক গান হিট। তারপর অবশ্য বলিউডের আর গান গাওয়ার সুযোগ পাননি তিনি। তবে থাকতেন মুম্বইয়েই। সেখানেই এদিন মৃত্যু হল তাঁর। তাঁর সবচেয়ে বেশি গান রয়েছে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে।