বিশ্বকাপের নায়ক হওয়ার পর এবার বাস্তব জীবনেও নায়ক সামি
বিশ্বকাপ ক্রিকেটে বোলিং আক্রমণের দাপট তিনি দেখিয়ে দিয়েছেন। এবার মাঠের নায়ক বাস্তব জীবনেও নায়ক হয়ে গোটা দেশের মন জয় করে নিলেন।
বিশ্বকাপ ক্রিকেটে এবার ভারতের দাপুটে দিল গেম সকলকে মুগ্ধ করেছে। যদিও ফাইনালে সেই দাপট নজরে পড়েনি। বরং অস্ট্রেলিয়াই দাপট দেখিয়ে গেছে। বিশ্বকাপও তারাই জিতে নিয়েছে। ভারতকে ফাইনালে হারতে হয়েছে। তবে বিশ্বকাপে বোলিং আক্রমণে সকলের মন জয় করে নিয়েছেন মহম্মদ সামি।
তাঁর আগুনে বোলিং ভারতীয় বোলিং আক্রমণকে অনেকটাই শক্তিশালী করে। বিশ্বকাপে সর্বাধিক উইকেটও ঝুলিতে পোড়েন সামি। ফলে বিশ্বকাপ ঘরে না এলেও সামি কিন্তু নায়ক হয়ে যান। মাঠের সেই নায়ক বিশ্বকাপের পর ফের উঠে এলেন খবরের শিরোনামে। এবার তিনি বাস্তব জীবনেও নায়ক।
নৈনিতালের কাছে গাড়িতে ছিলেন সামি। তাঁর গাড়ি হিল রোড ধরে এগিয়ে যাচ্ছিল। পাহাড়ি পথ। জঙ্গল তো রয়েছেই। সেইসঙ্গে রাস্তার ধার দিয়ে নেমে গেছে খাদ।
সামি লক্ষ্য করেন তাঁর গাড়ির সামনে থাকা একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারায়। তারপর রাস্তা ছেড়ে নেমে যায় খাদে। খাদে বেশ কিছুটা গড়িয়েও যায় গাড়িটি।
এটা দেখার পর আর নিজের গাড়িতে বসে থাকেননি সামি। দ্রুত নিজের গাড়ি থেকে নেমে খাদে গড়িয়ে যাওয়া গাড়িতে থাকা মানুষটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে আনেন। গাড়ি থেকে বার করে ওই মানুষটির প্রাণ রক্ষা করেন সামি।
সেই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ভারতীয় দলের এই তারকা বোলার। একথা ছড়িয়ে পড়ার পর এবার সকলের চোখে সামি বাস্তব জীবনেরও হিরো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা