জাতীয় দলের হয়ে ভাল পারফরমেন্স করছেন তিনি। সেই হিসাবে দেশের সেরা ৪০ জন ক্রিকেটারের মধ্যে তাঁর নাম আসতেই পারত। কিন্তু ব্যক্তিগত জীবনে ওঠা ঝড়ে তা আর হল না। গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের স্পিডস্টারের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন স্ত্রী হাসিন জাহান। তাঁর বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগের তালিকাটা বেশ লম্বা। মহম্মদ সামির বিরুদ্ধে ৩টি প্রধান অভিযোগ সোশ্যাল সাইট ও সংবাদমাধ্যম মারফত সামনে এনেছেন তাঁর স্ত্রী। প্রথমত, পাক ও বিদেশি তরুণীদের সঙ্গে সামির গভীর সম্পর্ক স্থাপন। দ্বিতীয়ত, স্ত্রীকে মারধর, প্রাণনাশের চেষ্টা। তৃতীয়ত, একাধিক নারীর সঙ্গে দিনের পর দিন অবৈধ সম্পর্ক বজায় রাখা।
স্ত্রী হাসিন জাহানের ইয়র্কার সামলানোর চেষ্টা করেছেন সামিও। তাঁর পাল্টা দাবি, পুরোটাই ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর কেরিয়ার, তাঁর খেলা নষ্ট করার জন্যই এসব করা হচ্ছে। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত নতুন বার্ষিক চুক্তির তালিকাতেই তার মালুম পাওয়া যায়। তালিকায় ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তালিকাবদ্ধ ক্রিকেটারদের নাম। যেখানে এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহ। এ ক্যাটাগরিতে আছেন রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহা। বি ক্যাটাগরিতে রয়েছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক। আর সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কেদার যাদব, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল ও জয়ন্ত যাদব। অথচ নবাগত ও অভিজ্ঞদের মাঝে জায়গা করে নিতে পারেননি ভাল ফর্মে থাকা সামি।