শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন তিনি। সেইমত এদিন মুখ্যমন্ত্রী সময় দেন। প্রায় ২০ মিনিট দুজনের কথা হয়। পরে হাসিন জানান, মুখ্যমন্ত্রী তাঁর সব কথা শুনেছেন। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে খুশি হাসিন জাহান। বধূ নির্যাতন, খুনের চেষ্টা, দাদাকে দিয়ে ধর্ষণ, অন্য মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে হাসিন জাহানকে ডিভোর্সের জন্য চাপ সহ নানা অভিযোগ সামির বিরুদ্ধে সামনে এনেছেন হাসিন জাহান। এর মধ্যে দুবাইতে ম্যাচ ফিক্সিংয়ের জন্য টাকা নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। সামির বিরুদ্ধে ওঠা দুবাইতে টাকা নেওয়ার বিষয়টি নিয়ে তদন্তে নামে বিসিসিআই।
সামির স্ত্রী হাসিন জাহানের অভিযোগ ছিল দুবাইয়ে টাকাপয়সা লেনদেনে যুক্ত ছিলেন ক্রিকেটার মহম্মদ সামি। দক্ষিণ আফ্রিকা সফর শেষে সেখান থেকে দুবাই গিয়েছিলেন তিনি। সেই অভিযোগ সামনে আসার পর তা নিয়ে তদন্ত শুরু করে বিসিসিআই। সেই তদন্তে ক্লিনচিট পেয়েছেন মহম্মদ সামি। অবশ্যই এটা মহম্মদ সামির জন্য অত্যন্ত স্বস্তির। সেইসঙ্গে সামিকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তা দিল্লি ডেয়ারডেভিলস কর্তাদের জানিয়েও দেওয়া হয়েছে। ফলে আগামী মাসে চালু হতে চলা আইপিএলে তাঁর দেখা মিলবে।