Sports

ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ

বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বোলিং তারকা তিনি। পেস বোলিংয়ের বড় ভরসা। তিনিই এবার পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট পদে বসলেন।

ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা তিনি। তাঁর বোলিং আক্রমণ সামাল দিতে হিমসিম খেতে হয় তাবড় দলগুলিকে। আইপিএল-এও তিনি তারকা মুখ। ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ এবার ক্রিকেটের পাশাপাশি পুলিশেরও বড়কর্তা হয়ে গেলেন।

ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ পদে যোগ দিলেন তিনি। তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম মুখ ছিলেন এই পেসার।

টি২০ বিশ্বকাপ জেতার পরই তাঁকে হায়দরাবাদের বর্ধিষ্ণু এলাকা হিসাবে পরিচিত জুবিলি হিলসে বাড়ি তৈরির জন্য ৬০০ বর্গ গজ জমি দেয় তেলেঙ্গানা সরকার। যদিও সেখানেই শেষ নয়। উপহার হিসাবে এবার তাঁকে পুলিশের উচ্চপদও দিল রেবন্ত সরকার।

ভারতীয় বোলিং আক্রমণের বড় ভরসা মহম্মদ সিরাজের ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ পদে বসার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করেছেন ঠিকই, কিন্তু তা ওই পদের জন্য যথেষ্ট নয়।


তবে তেলেঙ্গানা সরকার তাঁকে সাম্মানিক ভাবে এই পদে নিযুক্ত করল। সে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে সিরাজ এক অনুপ্রেরণার কাজ করবেন বলেও মনে করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

১৯৯৪ সালে হায়দরাবাদেই জন্ম মহম্মদ সিরাজের। সেখানেই বড় হয়ে ওঠা। সেই সিরাজ এখন ভারতীয় বোলিং তারকা। তবে কেবল মহম্মদ সিরাজ বলেই নয়, বক্সিংয়ে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনকেও জুবিলি হিলসে ৬০০ বর্গ গজ জমি দিয়েছে তেলেঙ্গানা সরকার। পুলিশের ডিএসপি পদেও নিখাতকে বসিয়েছে রেবন্ত সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button