
বৃষ্টি ভেজা বিকেলে আবেগ আর উল্লাসে ভাসল মোহনবাগান তাঁবু। ফেডারেশন কাপ জেতার পর এএফসি কাপের ম্যাচ খেলতে এতদিন বাইরেই ছিল দল। এদিন প্রথম শহরে পা দিল মোহন মহারথীরা। বুধবার বিমানবন্দরে পা দিয়ে সোজা ক্লাব তাঁবুতে হাজির হয় সঞ্জয় সেনের ছেলেরা। সেখানেই ভারতজয়ীদের ক্লাবের তরফ থেকে সম্বর্ধিত করা হয়। মালা পরিয়ে তাঁদের বরণ করে নেন ক্লাব কর্তারা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হন প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভারত জয় করে দল ফিরছে শহরে। তাই সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ দুপুর থেকেই চড়ছিল। মোহনবাগান ক্লাবের সামনে জমে যায় পালতোলা নৌকোর অনুরাগীদের ভিড়। শুরু হয় সবুজ আবীর খেলা। সঙ্গে নাচ, গান, হুল্লোড়। দল ক্লাবে নামতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তাঁরা। সব মিলিয়ে বুধবারের বিকেলটা একদম অন্য মেজাজে কাটাল মোহনবাগান শিবির।