মোহনবাগান এখন অশ্বমেধের ঘোড়া। আইলিগের শুরু থেকেই দল যা ভেল্কি দেখাতে শুরু করেছে তাতে এই ধারা অব্যাহত থাকলে আইলিগের শীর্ষ বিন্দুটা ধরে রাখা খুব শক্ত হবে না। পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ জয়ের পর মঙ্গলবার রবীন্দ্র সরোবরে ঘরের মাঠে একতরফা দাপট দেখাল সঞ্জয় সেনের ছেলেরা। গোলের মালা পরিয়ে পঞ্জাবের অপেক্ষাকৃত দুর্বল দল মিনার্ভাকে বাড়ি পাঠাল তারা। খেলার ফল ৪-০। স্কটিশ স্ট্রাইকার ডারেল ডাফি আর জেজে ২টো করে গোল পেয়েছেন। তবে নিজে গোল না পেলেও সাজিয়ে দিয়েছেন হাইতির ছেলে সনি। সনি নর্ডি না থাকলে এতগুলো গোল নাও হতে পারত বলে মেনে নিচ্ছেন ফুটবল বোদ্ধারা। এদিন গোল করা শুরু করেন ডাফি। তারপর একে একে গোল আসতে থাকে বাগানের ঝুলিতে। অন্যদিকে মিনার্ভাকে এদিন অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে। প্রতিপক্ষ দুর্বল জেনেও কিন্তু এদিন দলে কোনও আপোষ করেননি সঞ্জয়। পুরো পয়েন্ট ঘরে তোলায় যাতে কোনও ফাঁক না থাকে তাই নামিয়েছিলেন ৪ বিদেশি ফুটবলারকে। যার ফলও হাতে গরম পেয়েছে কলকাতার এই ঐতিহ্যবাহী দল। আইলিগে এখনও পর্যন্ত ৩টে ম্যাচ খেলে পুরো পয়েন্ট দখলে রেখেছে সবুজ-মেরুন। লিগ টেবিলের শীর্ষস্থানটাও তাদেরই দখলে। সামনের দুটো খেলাই অ্যাওয়ে ম্যাচ।