ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে, কোথাওই যে তাদের রোখা কঠিন তা এদিন পরিস্কার করে দিল সঞ্জয় সেনের ছেলেরা। দলে সনি নর্ডি যে কত বড় শক্তি তারও এদিন প্রমাণ দিয়েছেন তিনি। আই লিগে নবাগত দল চেন্নাই এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নেমে পেনাল্টি পায় মোহনবাগান। বাগানের হয়ে পেনাল্টি নিতে যান সনি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়। এরপরই একটা হতাশা পেয়ে বসে জেতাটা অভ্যাসে পরিণত হওয়া মোহন অনুরাগীদের। কিন্তু সনি হারবার পাত্র নন। হাফ টাইমে ঠান্ডা মাথার সঞ্জয় সেন হাইতির এই স্টারকে কী বুঝিয়েছিলেন তা জানা না থাকলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জন্য একটা গোল করা এবং আরও একটা গোল করানোয় সনির প্রচ্ছন্ন হাত ছিল। যা কার্যত মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত রাখল। খেলার প্রথমার্ধে মোহনবাগানের পেনাল্টি নষ্ট ছাড়া খেলায় তেমন কোনও উত্তেজনা ছিলনা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ৫২ মিনিটের মাথায় মোহন জালে বল ঢুকিয়ে দেয় চেন্নাই। এক গোলে পিছিয়ে পড়েন সনি-ডাফিরা। কিন্তু তার ৪ মিনিট পরেই গোল শোধ করে দেন জেজে। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় শাপমোচন করেন সেই সনি। প্রথমার্ধে পেনাল্টি হাতছাড়া হওয়ার দুঃখ জয়সূচক গোলে পূরণ করে দেন তিনি।