এদিন জিতলেই ১ ম্যাচ বাকি থাকতে আইলিগ পকেটে পুরত মোহনবাগান। কিন্তু সেই স্বপ্নপূরণ হল না। আইজলে কুয়াশা ঘেরা মাঠে এদিন শুরু থেকে মোহনবাগানই দাপট দেখালেও ঘন কুয়াশা ম্যাচে অসময়ে বাধা দেয়। বন্ধ হয় খেলা। সেই যে সনি, জেজে, ডাফিরা ছন্দ হারায়, তারপর আর ফিরে আসতে পারেনি। দ্বিতীয়ার্ধে বরং আইজলই দাপট দেখাতে শুরু করে। খেলার প্রায় শেষ প্রান্তে এসে ৮৩ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় উত্তরপূর্বাঞ্চলের এই দলটি। ভেঙে চুরমার হয়ে যায় মোহনবাগানের এদিনই আইলিগ ঘরে তোলার স্বপ্ন। রালতের গোলে মোহনবাগানকে পিছনে ফেলে আইলিগ জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় আইজল। শেষ ম্যাচ ড্র করতে পারলেই ট্রফি ঘরে তুলবে তরুণ ব্রিগেড আইজল। অন্যদিকে চেন্নাইয়ের সঙ্গে বড় ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। অন্যদিকে হারতে হবে আইজলকে। তবেই লিগ জেতার সুযোগ হতে পারে সবুজ মেরুনের। তবে এটা নেহাতই অঙ্ক। সব মেলা সহজ কথা নয়।