ফেড কাপ থেকে ছিটকে গেল শিলং লাজং। এদিন কটকের বারাবটি স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে শক্তিশালী লাজংয়ের সব আশা প্রথমার্ধেই শেষ করে দেয় সবুজমেরুন। এদিন খেলা শুরুর ৩ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় মোহনবাগান। মোহনবাগানের গোলের কাছে পৌঁছে যাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে বেকায়দায় প্রীতম কোটালের পায়ে লেগে যায়। ফলে ক্লিয়ার হওয়া তো দূরের কথা অনায়াসে তা পৌঁছে যায় মোহন গোলে। প্রীতমের ভুলে সেমসাইডে গোল পেয়ে এগিয়ে যায় থাংগবোই সিঙ্গতো-র লাজং। সঞ্জয় সেনের ছেলেদের এই ভুলের সুখ কিন্তু মাত্র ২ মিনিটই উপভোগের সুযোগ পায় তারা। খেলার ৫ মিনিটের মাথায় ডারেল ডাফির অব্যর্থ শট লাজংয়ের জালে জড়াতেই সমতা ফেরায় মোহনবাগান। এরপর ঘন ঘন লাজং গোলে আক্রমণ হানতে হানতে ২৭ মিনিটের মাথায় সাফল্য পান সনি নর্ডি। কিউবার এই মোহনশক্তি দলকে ২-১ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধের খেলা শেষের ২ মিনিট আগে ফের গোল পায় সবুজমেরুন। এবার গোল আসে কাতসুমির পা থেকে। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর একদিকে মোহন শিবির যেমন আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছয় তখন লাজং শিবির প্রমাদ গোনা শুরু করে দিয়েছে। কারণ এই ম্যাচ হারা মানেই এবারের মত ফেড কাপের আশা শেষ। সেকথা হাড়ে হাড়ে জানত লাজং। অনেক চেষ্টা করেও মোহনবাগানের গোলমুখ খোলার চেষ্টায় ত্রুটি করেনি তারা। তবে তার সুফল আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। ৮০ মিনিটের মাথায় ইউতা কিনোয়াকির গোলে লাজং ব্যবধান কমালেও তখনও ১ গোলে পিছিয়ে। সেই ব্যবধান খেলার শেষ বাঁশি পর্যন্ত লড়েও কমাতে পারেনি তারা। লাজংকে নকআউট করে গ্রুপ বি-তে আপাতত শীর্ষে রয়ে গেল মোহনবাগান।