খাতায় কলমে দারুণ দল নিয়েও গত বছর একটাও ট্রফি শিকেয় ছেঁড়েনি। কিন্তু এবার ক্রোমার হাত ধরে সিকিম গোল্ড কাপ জিতে ট্রফির মুখ দেখল মোহনবাগান। এদিন গ্যাংটকে সিকিম গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে মোহনবাগানের মুখোমুখি ছিল কাস্টমস। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় কাস্টমসের জালে বল জড়িয়ে সবুজ মেরুনকে ১-০ গোলে এগিয়ে দেন মোহন শিবিরের বিদেশি স্ট্রাইকার ক্রোমা। এরপর পুরো খেলায় মোহনবাগান একগুচ্ছ সুযোগ তৈরি করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। ফিনিশিং টাচের অভাবে কাস্টমসের গোলমুখ খুলতে ব্যর্থ হন মোহন স্ট্রাইকাররা। ফলে খেলার শেষে সেই শুরুর করা ১ গোলেই জয় ছিনিয়ে নেয় মোহন বাগান।
গ্যাংটকে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। এদিন সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জেরে মোহনবাগান দশমবার এই ট্রফি ঘরে তুলল।