আইলিগের শুরুটা মোটেও ভাল হল না মোহনবাগানের। মিনার্ভা পঞ্জাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল সবুজ মেরুনকে। খেলার ফল ১-১। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক লেগেছে মোহনবাগানকে। দলের অন্যতম ভরসা সনি নর্ডির মাঠের ধার ধরে ফ্ল্যাঙ্ক অ্যাটাক মাঝেমধ্যেই মিনার্ভার গোলে হানা দিয়েছে। প্রথমার্ধের প্রায় শেষে এসে ৪৩ মিনিটের মাথায় সনির গোলেই এগিয়ে যায় মোহনবাগান।
লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে মোহনবাগান দ্বিতীয়ার্ধে ভাল খেললেও পাল্টা আক্রমণ হানে মিনার্ভাও। তবে কেউই কারও গোলমুখ খুলতে সমর্থ হয়নি। খেলার একদম শেষ প্রান্তে এসে ৮৮ মিনিটের মাথায় কিন্তু মিনার্ভার এতবার মোহন গোলমুখ খোলার চেষ্টা সফল হয়। মঈনুদ্দিন খানের গোলে খেলায় সমতা ফেরায় মিনার্ভা। এরপর ফের গোল দিয়ে এগোনোর মত সুযোগ বা সময়, কোনওটাই মোহনবাগানের কাছে ছিলনা। ফলে আইলিগের শুরুর ম্যাচ ড্র করেই খুশি থাকতে হল সবুজ মেরুনকে।