আগের দিন ইস্টবেঙ্গল ৫-১-এ হারিয়েছে লাজংকে। এদিন বৃষ্টিভেজা বারাসতে মোহনবাগানও ৫ গোলের মালা পরাল চার্চিলকে। গুনে গুনে ৫ গোলের খেলায় ৯০ মিনিটের কোনও সময়েই আধিপত্য বিস্তার করতে পারেনি চার্চিল ব্রাদার্সের মত দল। খেলার ২৩ মিনিটে ক্রোমার গোল দিয়ে শুরু হয় মোহনবাগানের গোলের মালা গাঁথা। এর ১১ মিনিট পর ফের চার্চিলের গোলে বল জড়িয়ে দেন দিপান্দা। প্রথমার্ধে ২-০-তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমান দাপটে খেলা শুরু করে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের দিপান্দার গোলে ৩-০-তে এগিয়ে যায় সবুজ মেরুন। পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা চালালেও মাত্র ৩ মিনিটের ব্যবধানে ফের গোল করেন সঞ্জয় সেনের ছেলেরা। এবার গোল করেন ফৈয়াজ। ৪-০-তে এগিয়ে যাওয়া মোহনবাগান তখন আত্মবিশ্বাসে ফুটছে। অন্যদিকে পরপর গোল হজম করে কার্যত চার্চিল হার মেনেই নিয়েছে। তবু কিছু লড়াই দেওয়ার চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং খেলার শেষ মুহুর্তে ৮৪ মিনিটের মাথায় মোহন অধিনায়ক সনি নর্ডিও চার্চিলের গোলে বল জড়িয়ে নিজের ও দলের গোল সংখ্যা বাড়িয়ে নেন। এদিনের জয়ের পর মোহনবাগান এখন আইলিগের লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিল। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭।