আইলিগে টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখতে না পাওয়া। ৩টে ড্র। একটা হার। দর্শকদের আছড়ে পড়া ক্ষোভ। মোহনবাগানের খারাপ ফলের দায় নিয়ে সঞ্জয় সেনের মত সফল কোচের পদত্যাগ। সে জায়গায় রাতারাতি শঙ্করলাল চক্রবর্তীকে মোহনবাগানের কোচের দায়িত্ব দেওয়া। শেষ কদিনে অনেক ঝড়ঝাপটা, উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে সবুজমেরুন শিবির। সেই ঝাপটা কাটিয়ে অবশেষে আইলিগে জয়ে ফিরল পালতোলা নৌকা। আইজল এফসি-কে ২-০ গোলে হারিয়েছে মোহনবাগান। মোহন কোচ হওয়ার পর এটাই ছিল শঙ্করলাল চক্রবর্তীর প্রথম ম্যাচ। সেই ম্যাচে সফল তাঁর দল।
এদিন শুরু থেকেই আইজলকে চাপে রাখে মোহনবাগান। দেখে মনে হচ্ছিল জিততেই যেন মাঠে নামা। কিন্তু অনেক চেষ্টা করেও প্রথমার্ধে গোলের মুখ খুলে উঠতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে এল প্রথম সাফল্য। মোহনবাগানের আক্রমণে তখন আইজলের গোলের মুখে বল। সেই সময়ে আইজলের মাসি সাইঘানির পায়ে লেগে বল আচমকা ঢুকে পরে তাদেরই গোলে। সেমসাইড! আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে আক্রমণ থামেনি। খেলার ৭৫ মিনিটের মাথায় ফের আসে সাফল্য। দিপান্দার গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। যা খেলার শেষ পর্যন্ত ধরে রেখেছে সবুজমেরুন।