শনিবার ছিল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেখানে কার্যতই সামনে এসে গেল বাগানের ২ গোষ্ঠীর মধ্যে কোন্দল। সভায় টুটু বসুকে প্রেসিডেন্ট করা নিয়ে বচসা শুরু হয়। যা একসময়ে হাতাহাতিতে গড়ায়। মঞ্চ থেকে পড়ে যান প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। এরমধ্যেই টুটু বসু পন্থী ও তাঁর বিরোধী গোষ্ঠীর লোকজন কার্যত দুভাগে বিভক্ত হয়ে হৈচৈ শুরু করেন। প্রবল অচলাবস্থা তৈরি হয়।
টুটু বসু পন্থীদের নিয়ে অন্যদিকে স্লোগান দিতে থাকেন তাঁর ছেলে সৃঞ্জয় বসু। মঞ্চে তখন টুটু বসু নিজেও উত্তেজিত হয়ে পড়েন। বারবার উঠে আসার চেষ্টা করতে থাকেন। তাঁকে শান্ত করার চেষ্টা করেন বেশ কয়েকজন। কাছেই তখন বসে ক্লাব সচিব অঞ্জন মিত্র। তিনি চুপচাপ থাকলেও পরে হট্টগোলের মাঝে অসুস্থ হয়ে পড়েন। এত অশান্তির মধ্যে সভা চালানো অসম্ভব হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সভা। চলতে থাকে দুপক্ষের বাকবিতণ্ডা। মোহনবাগানের মত একটি শতাব্দী প্রাচীন ক্লাবে এমন এক ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না সবুজ মেরুন সমর্থকেরা।