আসন্ন মরসুমের জন্য একজন ভাল স্ট্রাইকারের খোঁজে ছিল মোহনবাগান। অবশেষে তাঁর খোঁজ পেল তারা। মোহনবাগানে সই করলেন স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরো। সালভা এতদিন গ্রিসের ফুটবল ক্লাব ডোক্সা ড্রামা এফসিতে খেলছিলেন। সেখান থেকেই মোহনবাগানে এলেন তিনি। অবশ্যই ইউরোপিয়ান ফুটবল ঘরানার এই স্ট্রাইকারকে অনেকটাই ভরসা করতে চাইছেন কোচ কিবু ভিকুনা।
মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে সালভাকে নিয়ে আগে কথা বলেন ভিকুনা। তারপর সালভাকে সই করানো হয়। মোহনবাগানে সই করার পর স্প্যানিশ ক্লাব ফুটবলে ১১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সালভা মোহন শিবিরের আক্রমণ ভাগের অন্যতম ভরসা হিসাবে সামনে এলেন। বার্সিলোনা বি দলেও খেলেছেন সালভা। এছাড়া স্পেনের ক্লাব ফুটবলও খেলেছেন। খেলেছেন পর্তুগাল ও হংকং-এর ক্লাবেও। সেখান থেকেই গ্রিসের ক্লাবে। তারপর মোহনবাগানে।
ইউরোপীয় ঘরানা ছেড়ে কেন মোহনবাগানে? সালভার উত্তর তিনি মোহন কোচের সঙ্গে কথা বলেন। তারপর মোহনবাগানের পুরো ইতিহাস পড়ে দেখেন। মোহনবাগানের পরম্পরা দেখার পর তাঁর মনে আর কোনও সংকোচ ছিলনা এই দলে যোগ দেওয়া নিয়ে। এখন তিনি মোহনবাগানকে সাফল্য এনে দেওয়াকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন। দলের সঙ্গে দ্রুত যোগ দিতে চাইছেন। গতবার আই লিগে মোহনবাগান শেষ করে পঞ্চম স্থানে।