টানা দুটো হারের পর লিগ জয়ের লক্ষ্যে ছুটতে গেলে মোহনবাগানের জন্য এদিনের ম্যাচটা ছিল ডু অর ডাই। কিন্তু তাতেও সমর্থকদের হতাশ করল সঞ্জয় সেনের ছেলেরা। এদিন শিলং লাজংয়ের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ মুহুর্তে ইনজুরি টাইমে গোল হজম করতে হল তাদের। ফলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল মোহন শিবিরকে। ড্রয়ের চেয়েও বড় কথা লিগ জয়ের সম্ভাবনা থেকে অনেকটাই দূরে চলে গেল সবুজ মেরুন।
এখনও যে লিগ জয় অসম্ভব তা নয়। তবে তা দাঁড়িয়ে থাকবে কঠিন অঙ্কের ওপর। এদিন খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন জেজে। ৪০ মিনিটের মাথায় গোল শোধ করে খেলায় সমতা ফেরান লাজংয়ের উইলিয়ামস বমফিন। যদিও ৭৭ মিনিটে ফের লাজংয়ের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন কাতসুমি। ৯০ মিনিট পর্যন্ত সেই ব্যবধান বজায়ও ছিল। পড়ে ছিল শুধু ইনজুরি টাইম। সেই সামান্য কয়েক মিনিটের জন্যও নিজেদের রক্ষণ সামলাতে ব্যর্থ হল মোহনবাগান। উইলিয়ামসের দুরন্ত গোল ফের লাজংকে সমতা ফিরিয়ে দেয়। খেলা শেষ হয় ২-২ গোলে।