কার্যত নিয়মরক্ষায় পরিণত হওয়া ম্যাচ কতটা নিরুত্তাপ হতে পারে তা এদিন দেখিয়ে দিল শিলং লাজং। প্রথম লেগে ৫ গোল হজম করার ধাক্কা যে এখনও তাদের মনে তাজা তা এদিনের খেলা থেকেই পরিস্কার। ঘরের মাঠে খেলার সুবিধাটুকুও ঝুলিতে পুরতে পারল না লাজংয়ের ছেলেরা। মেঘালয়ের শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পাল্টা ৫ গোল দেওয়ার জন্য যে লড়াইটা লাজংয়ের গোটা দলটার মধ্যে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল তার এতটুকুও দেখা গেল না এদিন। অন্যদিকে ফাইনালে যাওয়ার রাস্তায় কোনও ঝুঁকি নিতে যে সঞ্জয় সেন রাজি ছিলেন না তা এদিনের মোহনবাগানের টিম থেকেই পরিস্কার। লাজংয়ের বিরুদ্ধে এদিন পুরো দল মাঠে নামিয়েছিলেন মোহন কোচ। নির্বিষ একটি ম্যাচের ৯০ মিনিট গোল শূন্যভাবে শেষ হওয়ার পরই মোহনবাগান চলে গেল ফেডারেশন কাপ ফাইনালে।
Leave a Reply