World

এ দেশের মানুষের অজানা, অসময়েই শুরু হয়ে গেল তুষারপাত

তুষারপাত হয়, কিন্তু তা এই সময় নয়। শরতকালে এমন আচমকা তুষারপাত কার্যত হতভম্ব করে দিয়েছে এ দেশের স্থানীয় বাসিন্দাদের।

বছরের কোন সময় কি আবহাওয়া থাকে তা বিশ্বের সব প্রান্তের মানুষেরই জানা। প্রতিবছর সেভাবেই চক্রাকারে ঘুরতে থাকে আবহাওয়া। যেখানে প্রবল গরম পড়ে বা যেখানে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, সেখানে তাই প্রস্তুতিও সেরকমই থাকে সাধারণ মানুষের।

কিন্তু মঙ্গোলিয়ার একটা বড় অংশ জুড়ে যেভাবে শরৎকালে আচমকা তুষারপাত শুরু হয়েছে তাতে তাজ্জব হয়ে গেছেন সেখানকার স্থানীয় মানুষ। এমন তুষারপাত তাঁরা বছরের এই সময়ে দেখেননি।


এখন তুষারপাতের পরিবেশই থাকেনা। ছিলও যে এমনও নয়। আচমকাই তুষারপাত। আর তাতেই ঢেকে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। এতটাই তুষারপাত হয়েছে যে ৭ সেন্টিমিটার তুষারপাতে ঢেকেছে বিভিন্ন শহর গ্রাম।

মঙ্গোলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে এখানেই শেষ নয়, এই শরৎকালের অকাল তুষারপাত আরও হবে। এদিকে এই সময় তুষারপাতের কথাই নয়। তাই সময় অনুযায়ী সেখানে চাষাবাদও হয়েছে।


সেসব ফসল মাঠেই নষ্ট হয়ে যাবে বরফের তলায় বলে আতঙ্কে ভুগছেন মঙ্গোলিয়ার কৃষকরা। বরফের ঠান্ডায় এত ফসল নষ্ট তাঁদের জন্য বড় ধাক্কা হতে চলেছে বলেই মনে করছেন সকলে।

এভাবে আচমকা আবহাওয়ার পরিবর্তন সেখানকার মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রার ওপরও প্রভাব ফেলেছে। কারণ এক ধাক্কায় পারদ নেমে গেছে মাইনাস ৫ ডিগ্রিতে। যা এই সময়ে অস্বাভাবিক।

এমন প্রবল ঠান্ডা তুষারপাতেরই ফল। মঙ্গোলিয়ায় ঠান্ডা পড়ে ঠিকই। তা দীর্ঘস্থায়ীও হয়। এ দেশে গ্রীষ্ম কম সময়ের। কিন্তু তার মানে এই নয় যে এই সময় এখানে তুষারপাত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button