ফ্রেঞ্চ আল্পসের মঁ ব্লঁ-তে মিলল এক মহিলার হাত ও উরু পর্যন্ত দেহাংশ। কিন্তু কোথা থেকে এল এই দেহাংশ। ড্যানিয়েল রচ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই বিমান দুর্ঘটনায় মৃতদের দেহাংশের খোঁজ চালাচ্ছেন আল্পসের বোসনস হিমবাহে। সেখানেই এই দেহাংশ আবিষ্কার করেন তিনি।
এখন প্রশ্ন হল এই দেহাংশ কার? ড্যানিয়েল রচের দাবি, যে মহিলার দেহাংশ তিনি উদ্ধার করতে পেরেছেন তা ২টির মধ্যে একটি বিমান দুর্ঘটনার যাত্রীর। রচ বলছেন, ১৯৬৬ সালের জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭০৭ বিমানটি বোম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আল্পসের ওপর ভেঙে পড়ে। মৃত্যু হয় ১১৭ জনের। অন্যদিকে তারও আগে ১৯৫০ সালে একটি এয়ার ইন্ডিয়ার বিমান ঠিক এক জায়গায় ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়। যদিও রচ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করছেন যে এই মহিলা ১৯৬৬ সালের বিমান দুর্ঘটনার হতভাগ্য এক যাত্রী। কারণ কাছাকাছি বিমানের চারটি জেট ইঞ্জিনও উদ্ধার হয়েছে। আর সেই ইঞ্জিন ১৯৬৬ সালের বিমানের অংশ। তবে এ সবই অনুমান মাত্র। ৫০ বছর আগে হওয়া বিমান দুর্ঘটনারই ধ্বংসাবশেষ কিনা বা দেহাংশগুলি আদৌ সেই বিমানের যাত্রীরই কিনা তা পরীক্ষার পরই পরিস্কার হবে।