করোনার সময়ের প্রভাব পড়েছিল চাঁদেও, কি হয়েছিল জানাল গবেষণা
করোনার দিনগুলো এখনও সকলের স্মৃতিতে তাজা। পৃথিবীজুড়ে তার প্রভাব সকলের জানা। করোনার সময়ের প্রভাব পড়েছিল চাঁদেও। যা শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তব। জানাল গবেষণা।
পৃথিবীকে গ্রাস করেছিল করোনা। ২০২০ সাল এক ভয়ংকর বছর হয়ে থেকে যাবে সকলের জীবনে। গোটা পৃথিবী যে একটা রোগের কারণে এভাবে স্তব্ধ হয়ে যেতে পারে তা ইহজীবনে অনেকেই দেখার সুযোগ পাননি।
আর যাঁরা দেখলেন তাঁরা সে অভিজ্ঞতা কোনওদিন ভুলতে পারবেননা। এক ধাক্কায় স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী। মানুষের যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। গৃহবন্দি জীবন কাটাচ্ছিলেন মানুষজন।
করোনার সময় সেই স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীর প্রভাব পড়েছিল চাঁদেও। ভারতের একদল গবেষক জানিয়েছেন, ২০২০ সালে যখন পৃথিবী থমকে গিয়েছিল করোনার কারণে তখন চাঁদের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বিশেষত চাঁদের রাতের সময়ের পারদ ৮ থেকে ১০ কেলভিন কমে গিয়েছিল। যা অবশ্যই নজর কাড়া।
পৃথিবীতে করোনা হল আর তার জন্য চাঁদের পারদ পড়ে গেল? অবাক করা মনে হলেও এদের সরাসরি সংযোগ রয়েছে বলেই দাবি করছেন গবেষকেরা।
তাঁদের মতে, পৃথিবীতে সব কাজ বন্ধ হওয়ায়, মানুষের বাড়ি থেকে বার হওয়ায়ই প্রায় থেমে যাওয়ায় গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমেছিল। যার ফলে পৃথিবী থেকে যে বিকিরণ হয় তা কমেছিল।
গবেষকেরা জানাচ্ছেন, পৃথিবীর এই বিকিরণ সরাসরি প্রভাব ফেলে চাঁদের ওপর। তাই সেখানে বিকিরণের প্রভাব কম পড়ায় পারদও কমেছিল।
করোনার সময়েই চাঁদের পারদ পড়ার ফলে বিষয়টি আরও বেশি করে নজর কেড়েছে বিজ্ঞানীদের। কারণ এটাও দেখা গেছে যে করোনা পরবর্তী সময়ে যখন ফের ছন্দে ফিরল পৃথিবী, মানুষ কাজে ফিরলেন, স্বাভাবিক জীবনযাপন শুরু করে দিলেন, তখনই ফের চাঁদের পারদ বেড়ে গেল। এরফলে গবেষকদের দাবি, পৃথিবীতে করোনাকাল চাঁদের পারদ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল।