
মাদার টেরিজাকে সন্ত হিসাবে ঘোষণার অনুষ্ঠানে যোগ দিতে গত শুক্রবারই রোমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সেই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে না গিয়ে হেঁটেই ভ্যাটিকানে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি। ঝলমলে সকালে রোমের রাস্তা দিয়ে প্রভাতফেরির মত গান গেয়ে এগোন তিনি। পরনে নীল-সাদা শাড়ি। সঙ্গে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ আরও অনেকে। উদাত্ত কণ্ঠে একের পর এক রবীন্দ্রসংগীত গাইতে গাইতে সকলের সামনে হেঁটে এগোন মুখ্যমন্ত্রী। পিছনে তাঁর গলায় গলা মিলিয়ে বাকিরা, রোমের রাস্তায় সে এক অন্য আবহ। একটুকরো কলকাতা যেন সেই মুহুর্তে গ্রাস করেছিল রোমের রাজপথকে। গোটা রাস্তা হেঁটে মুখ্যমন্ত্রী পৌঁছন সেন্ট পিটারস স্কোয়ারে। সেখানে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর গলায় গান থামেনি। পরে তিনি যোগ দেন অনুষ্ঠানে। ভারত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।