
তাদের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকর করার বিরুদ্ধে বৃহস্পতিবার বাংলাদেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিল জামাত-এ-ইসলামি পার্টি। ২৪ ঘণ্টার এই ধর্মঘট চলবে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত। ফলে বৃহস্পতিবার ফের একটা কর্মদিবসে বাংলাদেশে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সে দেশের আমজনতা। দেশের সুপ্রিম কোর্ট মতিউরের ফাঁসির সাজার আরও একবার বিবেচনা করে দেখার আবেদন নাকচ করে দেওয়ার পরদিনই অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে তাঁকে ফাঁসিতে ঝোলায় সরকার। কারণ রাষ্ট্রপতিরা কাছে প্রাণভিক্ষার আবেদন করতে চাননি মতিউর। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের জেরে মতিউর রহমান নিজামিকে ফাঁসির সাজা দেয় যুদ্ধাপরাধ সংক্রান্ত বিশেষ আদালত। পরে সুপ্রিম কোর্টে রায়ের বিরুদ্ধে আবেদন জানান তিনি। এদিকে মধ্যরাতে ঢাকা সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়ার পর পুলিশি প্রহরায় ৭৩ বছরের মতিউর নিজামির দেহ পাবনায় তাঁর পরিবারের উপস্থিতিতে কবর দেওয়া হয়।