প্রেমের সম্পর্ককে বাঁচানোর এক মহান মন্ত্র শেখালেন মৌনী রায়
নারী পুরুষের সম্পর্ক আধুনিক জীবনে ক্রমে ভঙ্গুর হয়ে পড়ছে। সেখানে প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে এক মহান মন্ত্র শিখিয়ে দিলেন অভিনেত্রী মৌনী রায়।
নারী হোক বা পুরুষ, নিজেদের মধ্যে সম্পর্ক তৈরির পর তা টিকিয়ে রাখাটাও তো দরকার। যাতে তা দীর্ঘস্থায়ী হয়। বর্তমান জীবনে এই সম্পর্ক এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে তা ছোট ছোট কারণে ভেঙে যায়। ব্রেকআপ হয়। অভিনেত্রী মৌনী রায় এই সম্পর্ক বাঁচানোর একটি টোটকা দিলেন সকলকে।
মৌনী রায়ের মতে, সম্পর্ক টেকে কয়েকটি কথা মাথায় রাখলে। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হল নিজের যদি কোনও প্রাক্তন থেকে থাকেন তাহলে তাঁর সম্বন্ধে বেশি কথা না বলা।
অর্থাৎ যদি কোনও নারীর প্রাক্তন প্রেমিক থেকে থাকেন বা কোনও পুরুষের প্রাক্তন প্রেমিকা থেকে থাকেন, তাহলে তাঁকে নিয়ে এখন যাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাঁকে বেশি কথা না বলাই ভাল।
প্রাক্তন সম্পর্ক সম্বন্ধে আলোচনা না করাই শ্রেয়। এতে বর্তমান সম্পর্কের বন্ধন শক্ত হয়। মৌনীর মতে আরও ৩টি বিষয়ও মনে রাখতে হবে।
প্রাক্তনের সম্বন্ধে বেশি আলোচনা না করে বরং বর্তমানে যাঁর সঙ্গে সম্পর্ক তাঁর ভালোলাগাগুলিকে গুরুত্ব দেওয়া উচিত। একে অপরকে নিয়ে অতিরিক্ত ভেবে মাথা খারাপ না করাই ভাল।
বরং জীবনের স্বাভাবিক গতির সঙ্গে এগিয়ে চলাই সঠিক কাজ। আর অবশ্যই নিজেদের জীবনে আনন্দকে গুরুত্ব দেওয়া উচিত। আনন্দে কাটানোটা খুব প্রয়োজনীয়। আনন্দে সময় কাটালে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন মৌনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা