
৩ দিন কেটে গেলেও এখনও খোঁজ মিলল না এভারেস্ট জয়ী গৌতম ঘোষ ও পরেশ নাথের। ফলে ২ এভারেস্ট জয়ীর পরিবারে ক্রমশ উদ্বেগ বাড়ছে। কিন্তু উদ্ধারকাজে হাত লাগাতে চেয়েও কিছু করা যাচ্ছে না। এভারেস্টে ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া। ফলে উদ্ধারকারীরা কাজই শুরু করতে পারছেন না। কবে কাজ শুরু করা যাবে তাও স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। এভারেস্ট জয় করে ফেরার সময় এভারেস্টের কোলে হারিয়ে যান এই ২ বঙ্গসন্তান। এদিকে ধৌলাগিরি থেকে পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়েছে। আপাতত তাঁকে ক্যাম্প টুতে ফেরানো হয়েছে।