
অবশেষে উদ্ধার হল এভারেস্ট জয়ী সুভাষ পালের দেহ। ক্যাম্প টু পর্যন্ত দেহ নামানো সম্ভব হলেও আবহাওয়া খারাপ হতে থাকায় সেখানেই শনিবার পুরো দিন পড়েছিল দেহ। শনিবার দিনভর চেষ্টা করেও লুকলা থেকে চপার দেহ আনতে রওনা দিতে পারেনি। এদিন সকালেও আবহাওয়া খারাপ। কিন্তু মাঝে ওড়ার সামান্যতম সুযোগ পেয়েই চপার রওনা দেয় এভারেস্টের দিকে। তারপর ওই চপারেই ক্যাম্প টু থেকে দেহ নিয়ে আসা হয় লুকলা বিমানবন্দরে। পরে বেলা বাড়লে দেহটি কাঠমান্ডু আনা হয়। ময়না তদন্তের পর দেহটি সুভাষ পালের পরিবারের হাতে সরকারিভাবে তুলে দেবে নেপাল সরকার। এভারেস্টে ক্রমশ খারাপ হচ্ছিল আবহাওয়া। চলছিল তুষারঝড়। ফলে রবিবার থেকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হল এভারেস্ট অভিযান। পাহাড়ের চারপাশ রবিবার থেকে মেঘে ছেয়ে গেছে। শুরু হয়েছে বৃষ্টি। ফলে অন্য ২ এভারেস্ট জয়ী গৌতম ঘোষ ও পরেশ নাথের দেহ ফিরিয়ে আনার মত ঝুঁকি নিতে চাইছেন না শেরপারা। বিশেষত দেহ দুটি যে উচ্চতায় রয়েছে সেখানে আবহাওয়ার অবস্থা আরও শোচনীয়। এভারেস্টের ৬ হাজার মিটার উচ্চতার ওপরে প্রবল তুষারঝড় চলছে। সঙ্গে নেমেছে বর্ষা। ফলে পরেশ নাথ ও গৌতম ঘোষের দেহ আপাতত রয়েই গেল তুষারাবৃত হিমালয়ের কোলে।