সুনিতা হাজরার এভারেস্ট জয় ঘিরে বিতর্ক
এভারেস্ট অভিযাত্রীদের যে শংসাপত্র নেপাল সরকারের পর্যটন দফতর দিয়ে থাকে সেই শংসাপত্রে সুনিতা এভারেস্ট জয় করেননি বলেই জানানো হয়েছে।
এক বিদেশি পর্বতারোহীর সাহায্যে বেঁচে ফেরা এভারেস্ট অভিযাত্রী সুনিতা হাজরার এভারেস্ট জয় নিয়ে দানা বাঁধল বিতর্ক। এভারেস্ট অভিযাত্রীদের যে শংসাপত্র নেপাল সরকারের পর্যটন দফতর দিয়ে থাকে সেই শংসাপত্রে সুনিতা এভারেস্ট জয় করেননি বলেই জানানো হয়েছে। যদিও প্রায় ভাগ্যের জোরে বেঁচে ফেরা সুনিতা ও তাঁর পরিবারের দাবি তিনি এভারেস্ট জয় করেছেন।
২টি প্রমাণের ভিত্তিতে সাধারণত এভারেস্ট জয় সুনিশ্চিত করে নেপাল সরকার। এক পর্বতারোহীর শেরপা যদি বলেন যে ওই পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। অথবা ক্যামেরায় তোলা ছবি, যা দেখে পরিস্কার হয় তিনি এভারেস্টের চূড়া ছুঁয়েছেন।
এক্ষেত্রে নেপাল সরকারে তরফে দাবি করা হয়েছে সুনিতার শেরপাই জানিয়েছেন সুনিতা এভারেস্টের চূড়া ছুঁতে পারেননি। সুনিতাও জানিয়েছেন তাঁর কাছে প্রামাণ্য ছবি নেই। কারণ তাঁর ক্যামেরাটি পাহাড়েই হারিয়ে যায়।
এছাড়া যে গৌতম ঘোষ ও পরেশ নাথের দেহ এখনও এভারেস্টের কোলেই পড়ে আছে। খারাপ আবহাওয়ার জন্য তাঁদের দেহ ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাঁরাও সামিট করতে পারেননি এবং মৃত। একমাত্র মৃত সুভাষ পাল সামিট করেছিলেন বলে মেনে নিয়েছে নেপাল সরকার।