গত বছর নেপালের বিধ্বংসী ভূমিকম্পে এভারেস্ট কম্পন অনুভূত হলেও পাহাড়ের ক্ষতি তেমন হয়নি। কিন্তু কতদিন তা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিজ্ঞানীরা। সোমবার সকালে সেই এভারেস্টের ধারেই কেঁপে উঠল মাটি। কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থলও এভারেস্টের কাছে। নেপালের রামচাপ ও সোলুখুম্বু জেলার সীমান্তে ছিল কম্পনের কেন্দ্রস্থল।
যেখানে কম্পনের প্রভাব সর্বাধিক ছিল সেই এলাকা গহন অরণ্য আর দুর্গম পাহাড়ে ঘেরা। জঙ্গলের মধ্যে মধ্যে কিছু গ্রাম রয়েছে। কিন্তু তা এতটাই দুর্গম এলাকায় যে বেলা ১২টার পরও সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কেনও রিপোর্ট হাতে পায়নি নেপাল প্রশাসন।