
ফের জেগে উঠল ইন্দোনেশিয়ার সিনাবাঙ্গ আগ্নেয়গিরি। বৃহস্পতিবার থেকে ফের অগ্নুৎপাত শুরু করেছে সিনাবাঙ্গ। অগ্নুৎপাতের সময় জ্বালামুখ থেকে এতটাই পোড়া ছাই নির্গত হয়েছে যে আশপাশের প্রায় আড়াই কিলোমিটার এলাকা ছাইয়ে ঢেকে যায়। ইতিমধ্যেই আশপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। যে কোনও মুহুর্তে লাভার স্রোত জনবসতির দিকে ধেয়ে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। স্থানীয় প্রশাসনও অবস্থার ওপর নজর রাখছে। প্রয়োজনে দ্রুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। প্যাসিফিক রিং অফ ফায়ারের ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরির একটি সিনাবাঙ্গ। এখানে অগ্নুৎপাত নতুন কিছু নয়। এর আগে ২০১৪ সালের অগ্নুৎপাতে ১৬ জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। এক হাজারের ওপর বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন। এবার শুরু হওয়া অগ্নুৎপাত কতটা ধ্বংসলীলা দেখায় আপাতত সেই আতঙ্কেই প্রহর গুনছেন সিনাবাঙ্গ-এর আশপাশের জনবসতি।