হালেই বড় মেয়ে পায়েলকে হারিয়েছেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। সেই শোক থেকে বার হয়ে আসার আগেই এবার তাঁর বড় জামাই কার্যত ঘোষণা করে দিলেন যে জানুয়ারি মাসেই তিনি মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করতে চলেছেন। ফলে জানুয়ারিতে হয়তো আইনি ঝামেলায় জড়াতে চলেছেন মৌসুমি। তবে বড় জামাইয়ের সঙ্গে তাঁর আইনি লড়াই নতুন হবেনা। এর আগেও আইনি লড়াইয়ে মুখোমুখি হয়েছেন শাশুড়ি-জামাই।
দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয়েছে পায়েলের। যখন তিনি রোগে শয্যাশায়ী তখনই মৌসুমি চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী দাবি করেছিলেন যে তাঁদের মেয়ের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছেনা। তাঁদেরও মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছেনা। এসব নিয়ে একপ্রস্ত আইনি লড়াইও হয়। হালে পায়েলের মৃত্যুর পর মৌসুমি ফের অভিযোগ করেন যে তাঁর মেয়ের যথাযথ যত্নও করেননি তাঁর জামাই ও মেয়ের শ্বশুরবাড়ি। এমনকি পায়েলের হাসপাতালের বিল পর্যন্ত দিতেন না তাঁর স্বামী ডিকি সিনহা। এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন।
ডিকি সিনহা তারপর শুক্রবার জানিয়েছেন, এতদিন ধরে তিনি সব সহ্য করেও চুপ করেছিলেন। তাঁর দাবি, তাঁর স্ত্রীর মৃত্যুর ৪০ দিন পূর্ণ হলে তিনি তাঁর অস্থি ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় বিসর্জন করবেন। যাতে পায়েলের আত্মা শান্তি পায়। এইসব যাবতীয় সামাজিক নিয়ম পালন করার পর আগামী জানুয়ারিতেই তিনি মৌসুমি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। শাশুড়ির বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দিয়েছেন ডিকি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা