আকাশে ভাসা জঙ্গলের কথা কেউ জানত না, সেখানেই পাওয়া গেল রহস্যময় পাত্র
২০১৮ সাল পর্যন্তও এখানে যে একটা জঙ্গল থাকতে পারে তা কারও জানা ছিলনা। জানার পর আরও অবাক করল সেই জঙ্গলে পাওয়া পাত্র।
পৃথিবীর কোণা কোণা মানুষ চিনে ফেলেছে। জানে কোথায় কি আছে। এটা মনে হতে পারে, কিন্তু সর্বৈব সত্য নয়। যেমন ২০১৮ সালের আগে এই জঙ্গলের কথাই কারও জানা ছিলনা। কারণ জঙ্গলটি মাটিতে নয়। মাটি থেকে ৪০০ ফুট উঁচুতে অবস্থিত।
যেখানে মানুষের পক্ষে পৌঁছনোটাই একটা চ্যালেঞ্জ। কারণ যে খাড়াই পাহাড়ের ওপর সেটি অবস্থিত সেই পাহাড়ের সটান খাড়া ঢাল ধরে ৪০০ ফুট ওঠা যে কেউ এড়িয়ে যাবেন। এমন নয় যে সে জঙ্গলের কথা মানুষ ওই খাড়াই পাহাড়ে চড়েই জেনেছে।
বরং আকাশ থেকে পাওয়া ছবি থেকে মানুষ জানতে পারে এই জঙ্গলের কথা। জানার পর অবশ্য সেখানে পৌঁছেছেন কয়েকজন। পাহাড়ের অতটা ওপরে এমন ঘন জঙ্গল।
যেখানে প্রচুর প্রজাপতির দেখা পান তাঁরা। দেখা পান কয়েকটি স্তন্যপায়ী জীবেরও। কিন্তু যেটা সবচেয়ে অবাক করেছে তাঁদের তা হল হাতে তৈরি কিছু পাত্র।
এতো মানুষই এনেছে এখানে। নাহলে তা এল কোথা থেকে? তাই যাঁরা মোজাম্বিকের লিকো পাহাড়ের মাথায় উঠেছিলেন তাঁদের বিশ্বাস হতে পারে শতাধিক বছর আগের কথা। তবে সেখানে তাঁদের আগেও সে সময় কেউ না কেউ উঠেছিলেন ওই খাড়াই ঢাল বেয়ে।
তবে কারা কবে সেখানে পৌঁছেছিলেন তার কোনও সঠিক তথ্য এখনও হাতে আসেনি। কিন্তু এতদিন ধরে লুকিয়ে থাকা এত বিশাল এক পাহাড়ের মাথার জঙ্গলও বেশ অবাক করে মানুষকে।