
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। মহানবী হজরত মহম্মদের দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তাঁর সমর্থক ও পরিবারের সদস্যরা ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদ সৈন্যদের হাতে নিহত হন। যাঁরা মারা গিয়েছিলেন তাঁরা মুসলিমদের কাছে ‘শহিদ’ হিসাবে পরিগণিত হন। হিজরি ৬১ সালের এই দিনটি মুসলিম সম্প্রদায়ের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেন। নফল রোজা, জিকির-আসকার, নমাজের মধ্যে দিয়ে দিনটি পালন করেন তাঁরা। দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া বার হয়। হয় লাঠিখেলা। দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় কর্মসূচিও পালন করেন মুসলিমরা। সবমিলিয়ে পবিত্র এই দিনটি যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হল এদিন।