আগামী ১২ ডিসেম্বর মেয়ের বিয়ে। ফলে বাবা মুকেশ আম্বানির এখন নাওয়া খাওয়ার সময় নেই। কার্ড এসে পড়েছে। এবার বিতরণের পালা। তার আগে সোমবার কেদারনাথ ও বদ্রিনাথে গিয়ে ঈশ্বরকে প্রথম কার্ড দিয়ে এলেন রিলায়েন্স অধিপতি। সোমবার বদ্রিনাথে যেখানে তিনি হেলিপ্যাড থেকে নামেন সেখান থেকে মন্দির ১ কিলোমিটারের বেশি পায়ে হেঁটে যেতে হয়। সেই রাস্তা পায়ে হাঁটেই পার করেন মুকেশ। আবহাওয়া খারাপ ছিল গত কয়েকদিন। ফলে এদিনও রাস্তা ছিল বেশ পিচ্ছিল। তার ওপর দিয়েই সংস্থার কর্মকর্তাদের কয়েকজনকে নিয়ে মন্দিরে হাজির হন তিনি। বদ্রিনাথের কাছে বিয়ের কার্ড দিয়ে নিমন্ত্রণ সারেন তিনি।
মুকেশ আম্বানি এদিন কেদারনাথেও যান। সেখানেও কেদারনাথকে কার্ড দিয়ে নিমন্ত্রণের পাশাপাশি প্রায় ১ ঘণ্টা পুজো দেন। মন্দির ট্রাস্টে ৫১ লক্ষ টাকা দানও করেন। আগামী ১২ ডিসেম্বর মুকেশ ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে হচ্ছে শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)