দাদু হলেন মুকেশ আম্বানি
দাদু হলেন ভারতের সবচেয়ে ধনী মানুষ মুকেশ আম্বানি। তাঁর ঘরে এল এক পুত্র সন্তান। দাদু হয়ে সদ্যোজাতকে কোলে করে একটি ছবিও প্রকাশ করেছেন মুকেশ।
মুম্বই : রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও পুত্রবধূ শ্লোকার কোল আলো করে এল এক পুত্র সন্তান। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন শ্লোকা আম্বানি। যা আম্বানি পরিবারে খুশি হাওয়া বইয়ে দিয়েছে।
খুশির হাওয়া বইছে শ্লোকার বাপের বাড়ি মেহতা পরিবারেও। এই খুশির খবর মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আম্বানি দম্পতি জানিয়েছেন, ভগবান কৃষ্ণের আশির্বাদে তাঁরা দাদু-ঠাকুমা হয়েছেন। তাঁদের ছেলে আকাশ ও পুত্রবধূ শ্লোকা গর্বিত পিতা-মাতা হয়েছেন।
এই প্রথম আম্বানি পরিবারের পরের প্রজন্ম এল। ফলে খুশির সীমা বাঁধ ভেঙেছে। মুকেশ আম্বানির মত বিশ্বখ্যাত শিল্পপতির আর তর সয়নি। তিনি সদ্যোজাতকে কোলে তুলে নিয়েছেন। তুলেছেন ছবিও।
মুম্বইয়ের হাসপাতালে জন্ম হয় শিশুপুত্রের। জানা গেছে শিশু ও মা ২ জনই ভাল আছেন। এদিন সদ্যোজাত পৃথিবীর আলো দেখার পর আম্বানি পরিবারে এসে পড়ল নতুন প্রজন্ম।
আম্বানি পরিবারের এই খুশির দিনে সোশ্যাল সাইটেও বহু মানুষ তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনে ভরে গেছে সোশ্যাল সাইটগুলি।
২০১৯ সালের ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়েন আকাশ আম্বানি ও শ্লোকা মেহতা। সেই বিয়ের আসর তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। বিশ্বের বিভিন্ন প্রথমসারির শিল্পপতি থেকে বলিউড তারকা, তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ক্রীড়া জগতের পরিচিত মুখ, কেউ বাদ ছিলেননা সেই বিয়েতে।
বিয়ের ১ বছর ৯ মাসের ব্যবধানে বাবা-মা হলেন আকাশ ও শ্লোকা। এটা তাঁদের কাছেও এক অন্যতম আনন্দের দিন। প্রথম বাবা-মা হওয়ার আনন্দ উপভোগ করার সুযোগ পেলেন তাঁরা।
আম্বানি পরিবারের তরফে বিবৃতি দিয়ে এই খুশির খবর ভাগ করে নেওয়া হয়েছে। সদ্যোজাতের কী নাম রাখা হয়েছে তা অবশ্য আম্বানি পরিবার এখনও সামনে আনেনি। তবে তারা যে কতটা খুশি তা ভাগ করে নিতে ভোলেনি। আম্বানি পরিবারের সদস্যদের কাছে এই দিনটি তাঁদের জীবনের অন্যতম এক খুশির দিন হয়ে রইল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা