খাবার টেবিলে নাচ তাঁকে বিখ্যাত সিনেমায় অভিনয়ের সুযোগ করে দিয়েছিল
এমন কোনও চরিত্র গল্পে ছিলনা। কিন্তু তৈরি হল। তাও হল কেবল খাবার টেবিলে তাঁর নাচানাচির জন্য। সে কাহিনি শোনালেন মুকেশ।
ভারতীয় সিনেমার মানচিত্রে কিছু সিনেমা দাগ কেটে গিয়েছে। সেই তালিকার একটি হল গ্যাংস অফ ওয়াসিপুর। ২ ভাগে তৈরি এই সিনেমা চমক দিয়েছিল।
অনুরাগ কাশ্যপের তৈরি এই সিনেমার যখন শ্যুটিং চলছিল তখন অনুরাগের একটি অভ্যাস ছিল রাতে সকলকে একসঙ্গে ডিনার টেবিলে ডেকে নেওয়া। সারাদিন শ্যুটিংয়ের পর ক্লান্ত দেহে ইউনিটের সকলে হাজির হতেন পরিচালকের ডাকে।
ডিনারের সময় ঝিমিয়ে পরা মানুষজনকে কিছুটা হলেও জাগিয়ে তুলতেন সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি ডিনার টেবিলে নাচানাচি করে আনন্দের পরিবেশ তৈরি করতেন। যা আবার কাশ্যপের এতটাই ভাল লেগেছিল যে মুকেশকে প্রতিদিন এই নাচানাচি চালিয়ে যেতে হল অনুরাগের ইচ্ছায়।
মুকেশ অবশ্য সে সময় জানতেও পারেননি অনুরাগ কাশ্যপের মনে কি চলছে। একদিন হঠাৎ তিনি জানতে পারেন গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমায় তিনিও রয়েছেন। অবশ্য তাঁর একটাও ডায়লগ বা সংলাপ সিনেমায় থাকবেনা।
কেবল একটি নাচের দৃশ্য থাকবে। সেই নাচের দৃশ্যটির শ্যুটিং হয় মুকেশকে নিয়ে। সেই কাহিনি শোনাতে গিয়ে মুকেশ এটাও জানান যে সেদিন ওই নাচের দৃশ্যটি মাত্র ১টি টেকে ওকে হয়েছিল।
সিনেমা সকলেই দেখি। কিন্তু সেই সিনেমার পিছনে এমন অনেক অজানা কাহিনি লুকিয়ে থাকে যা জানার বড় একটা সুযোগ দর্শকদের হয়না। তবে মুকেশের মত কেউ সেসব কাহিনি ভাগ করে নিলে জানা হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা