জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল তাঁর বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার। ধীরে ধীরে তৃণমূলও দূরত্ব তৈরি করছিল তাঁর সঙ্গে। অবশেষে নিজের মুখে সিদ্ধান্ত ঘোষণা করলেন মুকুল রায়।
দেবীপক্ষে মায়ের বোধনের মাত্র ২৪ ঘণ্টা আগে মুকুল রায় জানালেন তিনি তৃণমূলের কর্মসমিতি ও প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন। দলীয় নেতৃত্বকে সোমবারই ই-মেল করে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। পুজোর পর তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন বলে এদিন জানিয়েছেন মুকুলবাবু। তবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি তিনি। পুজোর পর যেদিন তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন সেদিনই তিনি তাঁর তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ ও ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ জানাবেন বলে এদিন জানান মুকুলবাবু।